Wellcome to National Portal
Main Comtent Skiped

Training advice

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন একটি সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই কার্যালয় উপজেলা পর্যায়ে সকল ধরনের কৃষকদের তাদের চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারণ সেবা প্রদান করে । সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি তথা কৃষি উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ, সার ও নতুন নতুন প্রযুক্তি সরবরাহ ও পরামর্শ প্রদান করে থাকে। বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন শ্রেণীর কৃষকদের সমকালীন ও সময় উপযোগী চাষাবাদ প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রতি মৌসুমে উপজেলা কৃষি অফিস সমূহে প্রদর্শনী বা কর্মসূচীভুক্ত চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।  উপসহকারী কৃষি অফিসারগণ প্রতিদিন (সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত) তার নির্ধারিত ব্লকে ২টি করে কৃষক গ্রুপে কৃষকদের কৃষি বিষয়ক সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করে থাকেন। প্রশিক্ষণ বা কৃষি বিষয়ক পরামর্শের জন্য আজই আপনার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার এর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ ভবনে কৃষি পরামর্শ কেন্দ্র সমূহ হতেও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়ে থাকে।