Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার ( নাগরিক দলিল )

 

দপ্তরের নামঃ কৃষি সম্প্রসারণ বিভাগ, কোটালীপাড়া।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ উপজেলা কৃষি অফিসার, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

সেবা প্রদানের বিষয়ঃ

১/ এ অধিদপ্তরের সার্বিক দায়িত্ব হলো সকল শ্রেণীর কৃষকদের কৃষি সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদেও সম্পদেও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত কওে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ও পুষ্টি সমস্যার সমাধান করতে পারে।

২/ এ অধিদপ্তরের সার্বিক দায়িত্ব হলো সকল শ্রেণীর কৃষকদের  তাদেও চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে  স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

৩/ সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল ও বিজ্ঞানসম্মত কৃষি প্রযুক্তি সরবরাহ কওে কৃষকদেও আর্থ সামাজিক অবস্থার উন্নতি করা।

৪/ উন্নত উৎপাদন কলাকৌশল গ্রহনে কৃষকদেও উদ্বুদ্ধ ও সহযোগিতা করা যা তাদের কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি করবে।

৫/ দীর্ঘ মেয়াদী টেকসই পরিবেশ সহায়ক কৃষি কলাকৌশল উন্নয়ন ও প্রসার ঘটানো।

৬/ ডিএই’র কৃষি প্রশিকক্ষণ ইনষ্টিটিউটের মাধ্যমে শিক্ষার সুযোগ (কৃষি ডিপেস্নামা) প্রদান করা।

৭/ সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা।

৮/ পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কৃষি প্রযুক্তি প্রবর্তন করা।

৯/ দূর্যোগকালীন সময়ে করনীয় বিষয় অবহিত করা।

১০/ উপজেলায় ও বস্নক পর্যায়ে কৃষি দপ্তর পরিদর্শন, দিক নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক কার্যাদি সম্পন্ন করা।

১১/ প্রচার ও প্রকাশনাঃ মৌসুম ভিত্তিক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন, সংরÿণ ও বাজারজাত করনের বিষয়ে সময়োপযোগী বিভিন্ন প্রকার শেস্নাগান প্রচার করা। ফসল উৎপাদন বৃদ্ধিও লক্ষে পোস্টার, বুলেটিন, লিফলেট ও ফোল্ডার প্রকাশ ও বিতরন করা।

১২/ মাটি পরীÿার মাধ্যমে সার সুপারিশ করা।

*   সেবা প্রদানের ন্যূনতম সময় সীমাঃ  সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যমত্ম। জরম্নরী প্রয়োজনে সার্বক্ষনিক সেবা প্রদান করা।

*   সেবা প্রদানে আইনগত ফি/ব্যয় নাই।